শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২০:১৪

সংবাদ প্রকাশের সুফল

শাহরাস্তিতে স্কুল মাঠ থেকে ময়লা অপসারণ

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে স্কুল মাঠ থেকে ময়লা অপসারণ
ময়লা আবর্জনা পরিষ্কার করার পর মেহের কালীবাড়ি খেলার মাঠের দৃশ্য।

'শাহরাস্তিতে স্কুল মাঠে পৌরসভার ময়লার ভাগাড়। দুর্ভোগ দুর্দশায় হাজারো শিক্ষার্থী' শিরোনামে ২৮ জুলাই ২০২৫ তারিখে চাঁদপুর কণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে শাহরাস্তি পৌর কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশিত হওয়ার পর হতে আবর্জনা অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তবে বিকল্প হিসেবে শাহরাস্তি উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান মেহের কালীবাড়ি মাঠে ময়লা ফেলার স্থান হিসেবে বেছে নেয়ায় আবারও বিপত্তি ঘটে। এতে ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সকল মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের অনলাইন ও প্রিন্ট ভার্সনে সংবাদ প্রচার ও সম্পাদকীয় করা হলে তড়িঘড়ি করে স্কুল মাঠ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুরে মেহের কালীবাড়ি মাঠ ময়লা আবর্জনা মুক্ত দেখা গেছে। পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে দুর্ভোগ দুর্দশায় পড়তে হয় জনগণকে। এ ধরনের জনদুর্ভোগ এড়াতে পৌর কর্তৃপক্ষের আরো দায়িত্বশীল ভূমিকা আশা করে পৌরবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়