রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২২:৩৫

আলেমপ্রিয় মানুষ ছিলেন বারেক হাজী'

আলহাজ্ব এমএ বারী খানের জানাজা ও দাফন সম্পন্ন

আলহাজ্ব এমএ বারী খানের জানাজা ও দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক

চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রফ রফ, আল-বোরাক লঞ্চের স্বত্বাধিকারী আলহাজ্ব এমএ বারী খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২ আগস্ট ২০২৫) বাদ জোহর চাঁদপুর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ইমাম সমিতি ও আলেম-ওলামাদের পক্ষ থেকে চাঁদপুর বড় স্টেশন মসজিদের খতিব মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, গুয়াখোলা এলাকাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিক মাহবুবুর রহমান শাহীন, চাঁদপুর ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ডা. এসএম সহিদ উল্লাহ, বাইতুল আমিন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল কাইয়ুম ও চাঁদপুর মৎস্য বণিক সমিতির পক্ষ থেকে ফয়সাল আহমেদ বাহার। এছাড়া মরহুম পিতা ও গুরুতর অসুস্থ মায়ের জন্যে সবার কাছে দোয়া চেয়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র বেনজির খান ও মেজো ছেলে মুন্না খান।

আলোচনায় বক্তারা বলেন, আলহাজ্ব এমএ বারী খান সাহেব আলেমপ্রিয়, আলেমভক্ত একজন মানুষ ছিলেন। ওলামায়ে কেরামকে উনি খুবই শ্রদ্ধা করতেন। এ সুবাদে মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বহু সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দ্বীনের পথে মানবসেবায় ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজকে এটাই থাকবে। তাঁর এই

কর্মময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা মরহুমের জন্য দোয়া করবো এবং উনার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতাল বেডে চিকিৎসাধীন। আল্লাহ পাক উনাকেও যেনো সুস্থ করে ছেলেমেয়েদের কাছে ফিরিয়ে নিয়ে আসে এই দোয়াই করি আমিন।

বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বোরহান উদ্দিন জানাজায় ইমামতি করেন। আলোচনা পর্ব পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

জানাজায় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব এমএ মাসুদ ভূঁইয়া, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাড. মো. শাহজাহান খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

এছাড়া মরহুমের জানাজা ও দাফনে সকল আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষ বারেক হাজী সাহেবের জানাজার নামাজে শরীক হন।

পরে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, দেশের বিশিষ্ট নৌ পরিবহন ব্যবসায়ী ও চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এমএ বারী খান ওরফে বারেক হাজী শুক্রবার (১ আগস্ট ২০২৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়