রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩০

ছবিকে ভিডিওর রূপ দিলো গুগলের জেমিনির ‘ভিও থ্রি’ ফিচার

তথ্য-প্রযুক্তিকণ্ঠ ডেস্ক
ছবিকে ভিডিওর রূপ দিলো গুগলের জেমিনির ‘ভিও থ্রি’ ফিচার

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘ভিও থ্রি’। এই ফিচারের মাধ্যমে ছবি থেকে সরাসরি ভিডিও তৈরি করা যাবে, যেখানে সংলাপ ও শব্দ যোগ করার সুবিধাও থাকছে। এতে করে কৃত্রিম ভিডিও তৈরির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

গুগল জানিয়েছে, বর্তমানে ফিচারটি কেবল জেমিনির ওয়েব সংস্করণে পাওয়া যাচ্ছে এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু অঞ্চলের এআই আলট্রা ও প্রো গ্রাহকদের জন্যে চালু করা হয়েছে। ভবিষ্যতে মোবাইল সংস্করণেও এটি যুক্ত করা হবে।

ব্যবহারকারীরা জেমিনির প্রম্পট বারের ‘ভিডিও’ টুলস অপশন থেকে ছবি আপলোড করে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিতে পারবেন। যেমন, ছবির মধ্যে কীভাবে নড়াচড়া হবে, কেমন হবে শব্দ ইত্যাদি। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ বা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।

তৈরি হওয়া ভিডিওগুলো ৭২০পি রেজল্যুশন, ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে এমপিফোর (গচ৪) ফরম্যাটে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান এবং একটি অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক থাকবে, যা ভিডিওটি এআই-জেনারেটেড কি না তা চিহ্নিত করতে সাহায্য করবে।

গুগলের ভাষ্য, ব্যক্তিগত অঁাকা ছবি জীবন্ত করা, প্রকৃতির দৃশ্যে গতি আনা বা সাধারণ জিনিসপত্রে অ্যানিমেশন যোগ করার মতো কাজে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়