রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৯:৫৮

শহীদ রইছ উদ্দিন হত্যার বিচার এবং নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে মানববন্ধন

সংস্কারের নামে খোদায়ী বিধান পরিবর্তন করার অধিকার কাউকে দেয়া হয়নি : ড. একেএম মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক
সংস্কারের নামে খোদায়ী বিধান পরিবর্তন করার অধিকার কাউকে দেয়া হয়নি : ড. একেএম মাহবুবুর রহমান

গাজীপুরে মাওলানা রইছ উদ্দিন হত্যার বিচার এবং বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী রিপোর্ট বাতিলের দাবিতে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার সভাপতি সভাপতি, দেশের প্রথিতযশা আলেমে দ্বীন হজরতুল আল্লামা ড. একেএম মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ৯২% মুসলমানের দেশে নারী নীতি সংস্কারের নামে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন মেনে নেয়া হবে না। তথাকথিত এবং বিতর্কিত নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিজ্ঞ আলেমগণকে সম্পৃক্ত করে ঈমান, শরীয়া ও বাস্তবতার আলোকে এই সুপারিশমালা নতুন করে তৈরি করতে হবে । একই সাথে বিজ্ঞ আলেমগণের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। সংস্কারের নামে কুরআন ও সুন্নাহর খোদায়ী বিধান পরিবর্তন করার অধিকার কাউকে দেয়া হয় নি। এই গণবিরোধী সুপারিশ সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে দেবে। তিনি বলেন, সম্প্রতি মসজিদের ইমাম মাওলানা রইছ উদ্দিনকে মব সৃষ্টির মধ্য দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পূর্বে ২০১৪ সালে আল্লামা নূরুল ইসলাম ফারুকীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। শহীদ রইছ উদ্দিন এবং শহীদ নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিসহ সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, বৈষম্য দূরীকরণের জন্যে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মাদ্রাসা শিক্ষায় বিদ্যমান বৈষম্য, সাধারণ শিক্ষায় ও ইসলামী শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করতে না পারা দুঃখজনক। বিশেষ করে এইচএসসি স্তরের সকল শাখায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের দাবি। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতি বৈষম্যমূলক আচরণ না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাকারিয়া চৌধুরী আল-মাদানী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি শায়খ আশফাক আহমাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আহমদুল্লাহ, শাহরাস্তি উপজেলা ইসলামী ফ্রন্টের সদস্য সচিব মাওলানা আবদুর রহিম, হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ-সভাপতি মুফতি ফজলুল কাদের বাগদাদী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ আবদুর রাহীম, কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মাওলানা আলমগীর শাহ, মাওলানা আবদুল হান্নান নিজামী, যুব নেতা মাওলানা ফখরুদ্দিন, পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জোবায়ের, মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী, যুবসেনা চাঁদপুর জেলা সভাপতি বজলুর রশিদ সোহেল, ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন জাহিদ, সাংগঠনিক সম্পাদক খাজা নূরুল আমিন প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়।

সবশেষে আওলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রা.)'র ওরশ শরীফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই পর্বে সভাপতিত্ব করেন জেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার। পরে মিলাদ, কিয়াম ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়