প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১২
দুর্নীতিবিরোধী বার্তায় পথনাটক ‘দুর্নীতিমুক্ত দেশ গড়ি’

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চাঁদপুরে মঞ্চস্থ হয়েছে তাৎপর্যপূর্ণ পথনাটক ‘দুর্নীতিমুক্ত দেশ গড়ি’। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে গত ৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)
সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটি পরিবেশিত হয়।
জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক আয়োজনে সমাজে বিদ্যমান দুর্নীতির নানা চিত্র ও তার ভয়াবহ প্রভাব নাট্যরূপে তুলে ধরা হয়। নাটকের গল্পে একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশের বিপরীতে দুর্নীতিগ্রস্ত, ঘুণে ধরা সমাজব্যবস্থার বাস্তব রূপ দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।
পথনাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন শরীফ চৌধুরী। বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফ চৌধুরী, দেবব্রত সরকার বিজয়, মরিয়ম মাহি ও সিয়াম খান। প্রতিটি চরিত্র ও সংলাপের মাধ্যমে দৈনন্দিন জীবনে দুর্নীতির উপস্থিতি, নৈতিক অবক্ষয় এবং সেখান থেকে উত্তরণের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠে।
অনুষ্ঠানের শুরুতে মৃণাল সরকারের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়।
পথনাটক ‘দুর্নীতিমুক্ত দেশ গড়ি’ দর্শকদের মাঝে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি একটি শুদ্ধ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে--এমনটাই প্রতীয়মান হয় উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়ায়।







