শনিবার, ১৭ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৬ মে ২০২৫, ২০:৫১

বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত

আগামী দু সপ্তাহের মধ্যে সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর নির্বাচন

স্টাফ রিপোর্টার
আগামী দু সপ্তাহের  মধ্যে সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর নির্বাচন

সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৬ মে ২০২৫) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সাহিত্যানুরাগী ও একাডেমীর সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য একাডেমীর নির্বাচন নিয়ে আমি যে উদ্যোগ নিয়েছি, কেউ কেউ এটিকে ভুল মনে করলেও বেশিরভাগই আমাকে সাধুবাদ জানিয়েছেন। আমি গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিছু করতে পারি না। আমি লেখক নই, আপনারাই সাহিত্যচর্চার মূল চালিকাশক্তি। সুতরাং একাডেমীর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, আমি কোনো ঘন্টা বাজাতে চাই না। ভালো হলে আপনারা, খারাপ হলেও আপনারাই দায়ী থাকবেন। তবে আমি চাই, সাহিত্য একাডেমী যেনো সঠিক পথে সুন্দরভাবে এগিয়ে যায়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন লিটন ভূঁইয়া, আব্দুল্লাহিল কাফী, মোরশেদা খানম, শাহাদাত হোসেন শান্ত, কাদের পলাশ, সোহেল রুশদী, ইকবাল হোসেন পাটওয়ারী, মো. জাহাঙ্গীর হোসেন, মাইনুল ইসলাম মানিক, মো. সাইদুজ্জামান, আশরাফুজ্জামান কাজী রাসেল, মিজানুর রহমান, নুরুন্নাহার মুন্নী, নুরুল ইসলাম ফরহাদ, ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ।

সভায় আগামী ২ সপ্তাহের মধ্যে সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর নিয়মিত কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় খসড়া ভোটার লিস্ট, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে সকলের মতামত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা

সাহিত্য একাডেমীর কার্যক্রমে স্বচ্ছতা, উদ্দীপনা এবং সৃজনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় উঠে আসে সদস্য তালিকা হালনাগাদ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাহিত্যচর্চার নতুন দিক নির্দেশনা। সাহিত্য একাডেমী চাঁদপুর আগামী দিনে আরো সুসংগঠিত ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়