প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮:০৮
অংশ নিয়েছেন চাঁদপুরের ৮ আইনজীবী
কক্সবাজারে বিএনডব্লিউ'র প্যানেল আইনজীবীদের রিফ্রেশার্স প্রশিক্ষণ

কক্সবাজারে বিএনডব্লিউ'র প্যানেল আইনজীবীদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন চাঁদপুর ও কক্সবাজারের ১৫ জন প্যানেল আইনজীবী।
|আরো খবর
গত শুক্র ও শনিবার (৮ ও ৯ আগস্ট ২০২৫) কক্সবাজার হোটেল ইউনি রিসোর্টে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ও হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় 'স্ট্রেংদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস-সিমস (পর্যায়-২)' প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের জন্যে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গঠিত 'গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি)'র দক্ষতা উন্নয়নের জন্যে এ রিফ্রেশার্স প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অভিবাসী কর্মীদের জন্যে ন্যায় বিচার নিশ্চিতকল্পে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি, মেডিয়েশন ও জিএমসি'র মেডিয়েশন কৌশল' বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন হেলভেটাস বাংলাদেশ ও সিমস প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রেমাংশু শেখর সরকার ও অ্যাডভোকেট তানভিয়া রোজলিন সুলতানা।
উপস্থিত ছিলেন সিমস (প্রকল্প কর্মকর্তা-এক্সেস টু জাস্টিস) অ্যাড. ফেরদৌস নিগার, বিএনডব্লিউ'র প্রোগ্রাম অফিসার (কেইস এন্ড নলেজ ম্যানেজমেন্ট) মো. হানিফ মাহমুদ, প্যানেল আইনজীবী চাঁদপুরের জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি, অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, অ্যাড. সালমা, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. শেফালী বেগম, অ্যাড. শাহনাজ আক্তার রোজি, অ্যাড. শামীম হোসেন, কক্সবাজারের প্যানেল আইনজীবী অ্যাড.আব্দুস শুক্কুর, অ্যাড. বিমল কান্তি, অ্যাড. খোরশেদ আলম, অ্যাড. বিশ্বজিৎ ভৌমিক, অ্যাড. বাবুল মিয়া, অ্যাড. প্রিয়া, অ্যাড. রাবেয়া সুলতানা, সিসিডিএর প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান ও প্রত্যাশির প্রজেক্ট অফিসার সুলতান মাহমুদ।