সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮

মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়
মতলব উত্তরে পূজা মণ্ডপ পরিদর্শন করছেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

মতলব উত্তর উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ছেংগারচর বাজার মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

ছেংগারচর বাজার মন্দিরের সভাপতি যুধিষ্ঠী বাড়ৈর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশফাক আহমদ সংগ্রাম, সনাতন ধর্মাবলম্বী নেতা গোপাল দাস, গনেশ রায় প্রমুখ।

বক্তারা বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এ দেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্যে আমাদের দলীয় নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্যে অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়