প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭
ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতির মাতৃবিয়োগ

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার, অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম ও চাঁদপুর রোটারী ক্লাবের কোষাধ্যক্ষ রোটারিয়ান মহসীন পাঠান, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ পৌর শাখার সভাপতি মাহবুব পাঠানের মমতাময়ী মাতা তফুরেন্নেছা (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না........রাজেউন)।
|আরো খবর
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া পাঠান বাড়ির মরহুম নুরুল আলম পাঠানের স্ত্রী সদ্য প্রয়াত তফুরেন্নেছা মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বাদ জোহর মরহুমার নিজ বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া পাঠান বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মুফতি আনোয়ার হোসেন ও দাফন শেষে মুনাজাত পরিচালনা করেন মাও. ইউনুছ হোসেন। জানাজাপূর্ব স্মৃতিচারণ পর্বে আলোচনায় বক্তব্য রাখেন মরহুমার ছেলে মহসীন পাঠান, মামুনুর রশিদ পাঠান ও মরহুমার ভাই ফজলুল কাদের পাটওয়ারী।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা ফুল মিয়া পিএইচএফ, সাবেক প্রেসিডেন্ট ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত পিএইচএফ, সাবেক প্রেসিডেন্ট প্রফেসর রোটা. জাকির হোসেন, সাবেক প্রেসিডেন্ট রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, সাবেক প্রেসিডেন্ট রোটা. অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (খোকন), পিএইচএফ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক সফিকুল ইসলাম পাটওয়ারী, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এম কে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার টিপু পাঠান প্রমুখ।
তফুরেন্নেছার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন ফরিদগঞ্জ উপজেলা শাখা, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি, চাঁদপুর রোটারী ক্লাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং দৈনিক চাঁদপুরকণ্ঠ পরিবার।