সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস্-এর জয়লাভ

মো জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে।।
টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস্-এর  জয়লাভ

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে

টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস্ বরিশাল বাদশাসকে ৬৬ রানে হারিয়ে জয়লাভ করে।

টস জিতে প্রথমে চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪ ওভারে ২২০ রান করতে সক্ষম হয়। জবাবে বরিশাল বাদশাস ২২১ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নেমে ১৫৪ রানে অল উইকেট হলে পরাজিত হয়। টানা দ্বিতীয় ম্যাচেও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন চাঁদপুর সুলতানসের আইকনিক ক্রিকেটার তৈমুর মির্জা।

২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চাঁদপুর সুলতানস্ কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে জয়লাভ করছিলো।

টানা দ্বিতীয় ম্যাচে চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিম জয়লাভ করায় খেলোয়াড় এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, ফখরুল ইসলাম বিলাস, মাসুদ রানা, মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান, চীফ অব মিডিয়া মো. জাহাঙ্গীর আলম হৃদয়, মো. জাকির হোসেন, সোহেল আলম হাজী, স্বপন আহমেদ হৃদয়, ইয়াসিন পারভেজ, মোহাম্মদ সোইয়েব, উজ্জ্বল হোসেন ও মোবারক হোসেন। প্রবাসে বসবাসরত চাঁদপুরের বিপুল সংখ্যক দর্শক মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে চাঁদপুর সুলতানস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

চাঁদপুর সুলতানস জয়লাভ করায় দর্শকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর সুলতানস ও নারায়ণগঞ্জ লায়ন্সের মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় রিয়াদ দিরাব ক্রিকেট স্টেডিয়ামে। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

চাঁদপুর সুলতানস্-এর মিডিয়া সাপোর্ট : মোহনা টেলিভিশন, এনটিভি, দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া ও প্রবাস মেলা।

খেলা সহযোগিতায় : রাসেল ট্রাভেলস, রিয়াদ লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্স, জান্নাত রেস্টুরেন্ট ও গাজী ট্রাভেলস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়