সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

ঘিলাতলী কামিল মাদরাসা গভর্নিং বডির প্রথম সভা

নিজস্ব প্রতিনিধি
ঘিলাতলী কামিল মাদরাসা  গভর্নিং বডির প্রথম সভা

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপ্রধানে এবং মাদরাসার অধ্যক্ষ এমএ বাশারের সঞ্চালনায় সভাপতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মো. জাকির হোসেন পাটোয়ারীকে নির্বাচিত করা হয়। একই সাথে চিকিৎসক প্রতিনিধি হিসেবে ডা. মোস্তফা কামালকে কো-অপ্ট করা হয়। সভায়

উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির দাতা সদস্য আলহাজ্ব মাও. মো. আনোয়ার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য কাজী মো. ইয়াসিন, মো. আরিফ বিল্লাহ, অভিভাবক সদস্য মো. আজহার মজুমদার, মো. সোহাগ বকাউল ও মো. মোস্তফা কামাল প্রধান। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকরাম হোসেন ও মো. ওয়ালি উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়