শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯

হাজীগঞ্জ থানা পুলিশের সফল অভিযান

দুটি ট্রাক ও সরঞ্জাম সহ বগুড়া ও কুষ্টিয়া থেকে আন্তঃবিভাগীয় ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

কামরুজ্জামান টুটুল।।
দুটি ট্রাক ও সরঞ্জাম  সহ বগুড়া ও কুষ্টিয়া থেকে আন্তঃবিভাগীয়  ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে ডাকাতির ঘটনায় হাজীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা (নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) অনুযায়ী পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিন ডাকাত আটক ও দুটি ট্রাকসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।
জানা যায়, হাজীগঞ্জ পূর্ব বাজারে গত ১৬ জুন রাতে এসকিউ ক্যাবলের গোডাউনে থাকা সংরক্ষিত বৈদ্যুতিক ক্যাবল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় ১৮ জুন প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যদের আসামী করে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে হাজীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নূর মোহাম্মদ, এএসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন(১), এএসআই (নিঃ) মো. মনির হোসেন মুন্না, কনস্টেবল/৭৩১ খুরশেদ আলম ও কং/১৭৩ মো. মঞ্জুরুল হাসান মুন্সি সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। ইতঃপূর্বে গ্রেফতারকৃত আসামী মো. সিরাজ মিয়া ওরফে জাহিদ হোসেন ওরফে ঠান্ডু মিয়া (৫৩)কে পুলিশ হেফাজতে (রিমান্ড) এনে জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৫) বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় অভিযানকালে আসামী ০১। মো. সাহাব উদ্দিন প্রকাশ সাবু (৪৮) (পিতা-মৃত ছাত্তার হাওলাদার, মাতা-হালিমা বেগম, সাং-নলুয়াবাগী, হাইস্কুল, ৮নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী)কে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলাধীন মহাস্থানগড় এলাকা হতে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ডাকাতি মামলার ঘটনায় ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড়ো কাটার) উদ্ধার করে। পরবর্তীতে মো. সাহাব উদ্দিন প্রকাশ সাবু (৪৮)-এর দেওয়া তথ্য মতে কুষ্টিয়া জেলাধীন কুষ্টিয়া সদর উপজেলা এলাকা হতে আসামী ০২। রতন প্রকাশ কালু (৩৬) (পিতা-মৃত বাবুল মিয়া, পালক পিতা-ওহাব, মাতা-রোকেয়া বেগম, সাং-কাজীপাড়া, থানা-বিরল, জেলা-দিনাজপুর) এবং ০৩। মো. জামাল খান (৪৫) (পিতা-গোলাপ খান, মাতা-হাজু বেগম, সাং-কালাই কিশোর, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী) কে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, ধৃত আসামীগণ আন্তঃবিভাগীয় ডাকাত দলের সদস্য। ধৃত আসামী মো. সাহাব উদ্দিন প্রকাশ সাবুর বিরুদ্ধে ৫টি, রতন প্রকাশ কালুর বিরুদ্ধে ২টি ও মো. জামাল খানের বিরুদ্ধে ৯টি ডাকাতি/চুরির মামলা রয়েছে।
আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়