প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৪:০৫
যৌথ অভিযানে ফরিদগঞ্জে শীর্ষ দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২০ হাজার টাকা সহ শীর্ষ দু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো : ১। মো. রহমত উল্যাহ @ শ্বেতী সোহেল (৩৩), পিতা-মৃত হাবিব উল্যাহ পাঠান, মাতা-জাহানারা বেগম,
গ্রামঃ ঘনিয়া (পাঠান বাড়ি), ৭নং ওয়ার্ড, ৫নং গুপ্টি (পূর্ব) ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মো. সুমন হোসেন (৪৩), পিতা-কলিম উল্লাহ, মাতা-তফুরা খাতুন,
সাং পশ্চিম ভাদুর (আফসার উদ্দিন মুন্সি বাড়ি), ৩নং ওয়ার্ড, ৩নং ভাদুর ইউপি, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এই আসামীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।