প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৫:২২
তরপুরচণ্ডী ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি মিলন বেপারীর ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচণ্ডী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিলন বেপারী (৪৮) আর বেঁচে নেই। তিনি ষোলঘর পাকা মসজিদ সংলগ্ন বেপারী বাড়িতে নিজ বাসায় বুধবার (২ জুলাই ২০২৫) রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, পিতা ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মা ইতঃপূর্বেই ইন্তেকাল করেছেন। মরহুম মো. মিলন বেপারীর নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর পাকা মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এলাকার জনপ্রিয় ও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।