প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৫:১৫
মেঘনার ঢেউয়ে ভেসে আসা অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের সদর উপজেলার হানারচর এলাকায় মেঘনা নদীর তীরে এক অজ্ঞাত যুবতীর মরদেহ ভেসে উঠেছে। বুধবার (২ জুলাই ২০২৫) রাতে আলুর বাজার নৌ পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাতের দিকে হানারচর গুচ্ছ গ্রামের পাশের নদীতীরে স্থানীয়রা প্রথমে মরদেহটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করি।
|আরো খবর
এদিকে, অজ্ঞাত এই যুবতীর পরিচয় শনাক্তে ইতোমধ্যে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর সহযোগিতা চাওয়া হয়েছে। ময়না তদন্ত ও অন্যান্য ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই যুবতী? কীভাবে তার মৃত্যু হলো? সে কি অন্য কোথাও মারা গিয়ে নদীর স্রোতে ভেসে এসেছে, নাকি এখানে ঘটেছে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অপরাধ?
পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত কোনো পরিবার বা ব্যক্তি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নিয়ে থানায় যোগাযোগ করেনি।