প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৮:৪৩
রায়পুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল কাশেম কেরানি নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সন্ধ্যায় আহত আবুল কাশেমের ছেলে এমরান বাদী হয়ে ৬-৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
বৃহস্পতিবার দুপুর ১টায় রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের এএসপি সার্কেল অফিস ভবনের সামনে এ ঘটনা ঘটে। কাশেমের মাথা-চোখ সহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আবুল কাশেম বলেন, বিরোধকৃত জমিতে আমার ভবনের পাশে দেয়াল করায় আমি বাধা দেই। এ সময় একই এলাকার বশির আহাম্মেদ ও তার লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দক্ষিণ কেরোয়া গ্রামের বশিরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বৃদ্ধ অসুস্থ আবুল কাশেমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বশিরের লোকজনও আহত হয়েছে। ঘটনার পর থেকে বশির ও লোকজন পলাতক রয়েছে।
অভিযুক্ত বশির মোবাইল ফোনে বলেন, আবুল কাশেমের ওপর কারা হামলা করেছে, আমি জানি না। তবে আমার সঙ্গে আবুল কাশেমের বিরোধ যা এএসপি স্যার সমাধান করে দিবেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, আবুল কাশেমের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।