শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৬:৩৯

ফরিদগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের ৯৩ জনকে চেক বিতরণ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের ৯৩ জনকে চেক বিতরণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ফরিদগঞ্জের দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

‎ বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৯৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ‎চেকপ্রাপ্তদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত ৬৫ জন, কিডনি রোগে ১০ জন, স্ট্রোক-প্যারালাইজড ৯ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৭ জন এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২ জন রোগী রয়েছেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন বশির ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। অনুষ্ঠানে বক্তারা সরকারের এই সহায়তা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। এছাড়া রোগীদের সচেতনতা, চিকিৎসা নিয়মিত গ্রহণ এবং সাহস না হারানোর পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়