প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৯:২৩
বনানী যুবদল নেতার ভিআইপি রুম না পেয়ে ক্ষোভ, পরদিন হোটেল-বারে সন্ত্রাসী হামলা!
মনির খানের “অসন্তুষ্টি” পরিণত হলো বার-রেস্টুরেন্টে হামলায় | ভিডিওতে ধরা পড়েছে ভয়াবহ মারধর ও ভাঙচুর

|আরো খবর
৩০ জুন ২০২৫ রাত ৮টা ৫ মিনিটে মনির খান মহাখালীর জাকারিয়া হোটেলে এসে ভিআইপি রুম ভাড়া চান। কিন্তু সব রুম পূর্ণ থাকায়, তাঁকে রুম দিতে অক্ষম হয় কর্তৃপক্ষ। এরপর তিনি বারে বসে খাদ্য ও মদ্যপান করেন। বিলের সময় “স্থানীয় নেতা” পরিচয় দিয়ে ডিসকাউন্ট দাবি করেন এবং বিল পরিশোধ করেন। তবে রুম না পাওয়ায় তিনি স্টাফদের গালাগাল করে হুমকি দিয়ে চলে যান।
ঠিক পরদিন, ১ জুলাই রাত ৮:৩০ মিনিটে, তাঁর ঘনিষ্ঠ লিটন চৌধুরী নাহিদ হোটেলে এসে একটি গ্লাস ভেঙ্গে ফেলে এবং উচ্চস্বরে বলেন: “মনির ভাইকে অসম্মান করছিস—আমরা ওনার লোক, চিনে রাখিস।” এরপর শুরু হয় ভয়ংকর ভাঙচুর ও কর্মচারীদের উপর এলোপাথাড়ি হামলা।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা বার ও রেস্টুরেন্টের কাচের জিনিস ভেঙে ফেলে এবং স্টাফদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এরপর স্টাফদের হুমকি দেয়া হয়:
“পুলিশে গেলে ব্যবসা বন্ধ করে দিবো, আবার মারবো।”এই বিষয়ে যোগাযোগ করা হলে মনির খান জানান, তিনি ৩০ জুন রুম না পেয়ে মনক্ষুণ্ণ হন এবং স্টাফদের গালমন্দ করে চলে যান। তবে তিনি ১ জুলাইয়ের ঘটনার সাথে নিজেকে জড়িত নন বলে দাবি করেন এবং বিষয়টি নিয়ে অনুতপ্ত বলেও জানান।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো মামলার সিদ্ধান্ত নেয়নি, তবে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলেছেন, “আমরা ব্যবসা করতে চাই, গুণ্ডাগিরি নয়।”
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, “নেতা পরিচয়ে বারবার এমন ঘটনা হলে ব্যবসা করা যাবে না।”
▶️ এখানে ক্লিক করে ভিডিওটি দেখুন
আপনার মতামত আমাদের জানান: এই ঘটনার সুবিচার হওয়া কি জরুরি নয়? নেতা পরিচয়ে কি কেউ আইনের ঊর্ধ্বে?
প্রতিবেদনটি শেয়ার করুন—জানুক সবাই, অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথে!
ডিসিকে/এমজেডএইচ