শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৭:২৫

কচুয়ায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিশেষ ক্যাম্প উদ্বোধন

ফরহাদ চৌধুরী
কচুয়ায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির  বিশেষ ক্যাম্প উদ্বোধন
কচুয়ায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিশেষ ক্যাম্পে ইমপ্লান্ট পরানোর দৃশ্য।

কচুয়ায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিশেষ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সাচার ইউনিয়নের নয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণের দীর্ঘ মেয়াদী আইইউডি ও ইমপ্লান্ট পদ্ধতির বিশেষ ক্যাম্প উদ্বোধন করেন চাঁদপুরের উপ-পরিচালক একেএম আমিনুল ইসলাম। তিনি সাংবাকিদের জানান, আইইউডি ১০ বছর ও ইমপ্লান্ট ৫ বছর মেয়াদী নারীদের জন্যে সুরক্ষা পদ্ধতি। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. শরীফ আহমেদ ওই দিন ৩২জন মহিলাকে দুই কাঠি বিশিষ্ট ইমপ্লান্ট পদ্ধতির সেবা প্রদান করেন। তিনি জানান, শলাকা সরিয়ে নিলে আবার গর্ভবতী হওয়া যাবে। তাই এটি জন্মনিয়ন্ত্রণের নিরাপদ পদ্ধতি। এ সময় জেলা ফ্যাসিলিটেটর সামছুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শম্ভু চন্দ্র দেবনাথ , সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভিরুল ইসলাম, এফপিআই সমীর চন্দ্র রায়, মো. হোসাইন, সুরঞ্জিত চন্দ্র, জিয়া উদ্দিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুপুর নন্দী ও মরিয়ম আক্তার সহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়