রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৬:২৬

বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ!

গ্রেপ্তার ২৬, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র খতিয়ে দেখছে পুলিশ

সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গোয়েন্দা নজরদারি জোরদার, রাজধানীতে বাড়তি নিরাপত্তা

মো. জাকির হোসেন
গ্রেপ্তার ২৬, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র খতিয়ে দেখছে পুলিশ
ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গত ৮ জুলাই সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি ‘প্রশিক্ষণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই ‘প্রশিক্ষণ’ কর্মসূচিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান।

৩ আগস্ট (রোববার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং গেল ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি বলছে, রাজধানীতে চলমান বা আসন্ন সভা-সমাবেশ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিটিটিসি ইউনিট ও গোয়েন্দা সংস্থাসহ সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, “রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা রুখতে আমাদের সব ইউনিট প্রস্তুত আছে।”

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কেবি কনভেনশন হলের অনুষ্ঠানটি পূর্বঘোষণা ছাড়াই গোপনীয়ভাবে আয়োজন করা হয়েছিল এবং অংশগ্রহণকারীদের তালিকাও ছিল অস্পষ্ট। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি হতে পারে রাজনৈতিক পরিকল্পনার ছায়ায় সংঘটিত ষড়যন্ত্রমূলক সমাবেশ

ডিএমপি জানিয়েছে, গোয়েন্দা বিভাগ এই ঘটনার ভিডিও ফুটেজ, ফোনালাপ, আয়োজকদের ব্যাকগ্রাউন্ড যাচাইসহ ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে।

বিশ্লেষকরা বলছেন, “সরকারি দলের নেতাকর্মীদের মধ্যেই যদি রাষ্ট্রবিরোধী পরিকল্পনা থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।” একটি গোপন প্রশিক্ষণ আয়োজন এবং তার ওপর সন্ত্রাসবিরোধী মামলা— রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, “রাষ্ট্রবিরোধী কার্যক্রমের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয়ই ছাড় পাওয়ার কারণ হতে পারে না।”

এই রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়