শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আমি একজন ভালো বোলার  হতে চাই : সানজিদ ইসলাম
অনলাইন ডেস্ক

চাঁদপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন অনেক দিন আগ থেকে। শহরে তার বাসা না থাকলেও তিনি প্রতিদিন অনেক দূর থেকে আসেন ক্রিকেট অনুশীলনে অংশগ্রহণ করার জন্য। তার বাবার নাম সেলিম পাটোয়ারী ও মায়ের নাম বিউটি বেগম। বসবাস করেন ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট এলাকায়। পড়াশোনা করছেন র্চিকা চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে। তাদের পরিবারের দুই ভাই এক বোনের মধ্যে তিনি খেলার সাথে জড়িত। দেড় বছর হলো, তিনি ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছেন।

ক্রীড়াকণ্ঠের প্রতিবেদকের সাথে শনিবার দুপুরে আলাপচারিতায় তিনি বলেন, আমি একজন ভালো পেস বোলার হতে চাই। আমার আব্বু আম্মু আমাকে খেলার ব্যাপারে উৎসাহ দেন। প্রতিদিন একা একা নিজেই বাড়ি থেকে আসি অনুশীলনে। কখনো সিএনজি অটোরিকশা কিংবা বাসে করে চলে আসি। তিনি জানান, এখানে এসে এই ক্লেমন একাডেমীর মাধ্যমে অনেক কিছু শিখেছি। বর্তমানে একাডেমীতে আঁতুড়ঘরে অনুশীলন করে যাচ্ছি।

সানজিদ ইসলাম আরও জানান, এখন স্কুল বন্ধ রয়েছে, কয়েকদিন পরে স্কুল খুলবে। তবে আমাদের খেলাধুলার ব্যাপারে বিদ্যালয় শিক্ষকদের অনুমতি রয়েছে। বিদ্যালয় খোলার পর নিয়মিত স্কুল শেষে অনুশীলন করবো বলে আশা করছি। এখানকার যারা আমাদেরকে অনুশীলন করিয়ে থাকেন তারা ক্রিকেটের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। আমি অনূর্ধ্ব ১২ দলের হয়ে কুমিল্লা, লালমাই, লক্ষ্মীপুরসহ বেশ ক’টি টুর্নামেন্টে খেলেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়