শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

জেলার প্রমীলা ফুটবলারদের পর্ব : ১
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলার অনেক ফুটবলার এক সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ দেশের নামকরা দলগুলোতে খেলেছেন। সেই ফুটবলাররা খেলেছেন বাংলাদেশের লাল দল-সবুজ দলসহ দেশের বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট ও বিভিন্ন ফুটবল লীগে।

চাঁদপুর জেলা শহরে আগে প্রমীলা ফুটবলারদের সংখ্যা ছিল খুবই কম। বর্তমানে চাঁদপুরে দু-তিনটি ফুটবল একাডেমি হওয়ার কারণে প্রমীলা ফুটবলাররা এখানে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন।

শনিবার বিকেলে আউটার স্টেডিয়াম গিয়ে দেখা যায়, সোনালী অতীত ফুটবল একাডেমীর হয়ে অনুশীলন করছেন প্রমীলা ফুটবলারগণ। অপরদিকে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমিতে তো কিছু প্রমীলা ফুটবলার হয়েছেন, তারাও সেখানে আলাদাভাবে অনুশীলন করছেন। চাঁদপুর কণ্ঠের ক্রীড়াকণ্ঠের পক্ষ থেকে প্রমীলা ফুটবলারদের স্বপ্ন, তাদের লক্ষ্য এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা হয়। ধারাবাহিকভাবে প্রমীলা ফুটবলারদের নিয়ে চলবে ক্রীড়াকণ্ঠের প্রতিবেদন। আজ প্রথম পর্বের প্রতিবেদন তুলে ধরেছেন ক্রীড়া প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়