প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:০৭
বিধবা হাসিনার একমাত্র ছাগলের মৃত্যু : পাশে দাঁড়ানোর অনুরোধ এলাকাবাসীর

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে ঘটে গেছে এক কষ্টকর ঘটনা। গত শনিবার (৫ জুলাই ২০২৫) দিন দুপুরে বিধবা নারী হাসিনা বেগমের পালিত একমাত্র ছাগলটি পাশের ক্ষেতে ঘাস খেতে গিয়ে ভুলবশত মরিচ গাছের কিছু পাতা খেয়ে ফেলে। অভিযোগ রয়েছে, গাছের মালিক ইচ্ছাকৃতভাবে মরিচ গাছে কীটনাশক প্রয়োগ করেছিলেন, যাতে কেউ গাছের কাছেও না আসে। সেই বিষাক্ত পাতাই ছিলো ছাগলটির জন্যে মৃত্যুর ফাঁদ।
ছাগলটি অসুস্থ হয়ে পড়লে হাসিনা বেগম স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে ওষুধপত্র খাওয়ান। কিন্তু তাতে কোনো আশানুরূপ ফল না মিললে রাতেই ছাগলটি মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে থাকে। শেষমেষ প্রাণীটিকে যন্ত্রণামুক্ত করতে রাতেই ছাগলটিকে জবাই করে দিতে হয়।
হাসিনা বেগমের জীবনে এই ছাগল ছিলো শুধু একটি প্রাণী নয়Ñছিলো তার পরিবারে ছোট্ট এক সহায়। স্বামীকে হারিয়ে ছয় বছর ধরে স্বামীর রেখে যাওয়া ভিটেতেই কৃষিকাজ ও পশুপালন করে ৫ সন্তানকে নিয়ে কোনোরকমে বেঁচে ছিলেন তিনি। এই একমাত্র ছাগলটি ছিলো তার আশার আলোÑএকটুখানি আয়ের আশা, সন্তানের জন্যে একটু নিশ্চয়তা।
এই ঘটনার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন হাসিনা বেগম। তাঁর কষ্টে কাতর এলাকাবাসীরা জানান, যদি কেউ এগিয়ে এসে এই পরিবারটিকে একটি ছাগল বা আর্থিক সহায়তা দেন, তাহলে হয়তো তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। সামান্য সহানুভূতি হাসিনা বেগম ও তার সন্তানদের জীবনে আশার আলো হতে পারে।