রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২৮

পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক বিতর্ক ও দেয়ালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক  বিতর্ক ও দেয়ালিকা প্রকাশ

চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LEISE) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিতর্কের বিষয় ছিলো : জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশ নেয় টিউ ঘোষ, পূজা দাস ও পূর্ণতা সরকার; আর বিপক্ষ দলে ছিলো আয়শা সুলতানা ইশা, জান্নাতুল ফেরদৌস মহিমা এবং ইকরা হাসিবা। তীব্র যুক্তি-তর্কে শেষে পক্ষ দল বিজয়ী হয়।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। এ সময় সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এছাড়া, একই দিন বিদ্যালয় প্রাঙ্গণে জলবায়ু সচেতনতা বিষয়ক দেয়ালিকা উদ্বোধন করা হয়। দেয়ালিকাটি তৈরি করে বিদ্যালয়ের মেধাবী ও সৃজনশীল ছাত্রীরা। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এমন অংশগ্রহণে শিক্ষক সমাজ অভিভূত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়