প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮:৪৯
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা শনিবার (৯ আগস্ট ২০২৫) রামগঞ্জ শহরের জিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রামগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, বিশেষ ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, পৌরসভা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ, বিএনপি নেতা মো. জাফর আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র বিএনপি নেতা মাসফিকুল হক জয়, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, উপজেলা আমির হাসান বান্না, মদিনা ফার্মাসিউটিক্যাল-এর চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি, আর আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের দ্বারা রামগঞ্জ উপজেলার শিক্ষার উন্নয়ন ঘটবে এটাই প্রত্যাশা সবার। আমরা আশা করি আপনাদের দ্বারা সাধারণ শিক্ষক উপকৃত হবেন।কখনো যেন হয়রানির শিকার না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।