প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২:১৫
বগুড়া বনানীর বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশার উপর উঠে যায়। এতে দুই যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।
|আরো খবর
এ ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা গেছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।