প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২১:৫৯
হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের মৃত্যু
ইঞ্জি. মমিনুল হকসহ নেতৃবৃন্দের শোক

হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শুকুর আলম মিয়াজীর (৬০) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মিয়াজী বাড়ির মৃত সুলতান মিয়াজীর ছেলে।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, শুকুর আলম মিয়াজী দুদিন পূর্বে রাজধানী ঢাকা থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন এবং শনিবার সকালে তিনি নিজ বাড়িতেই মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা ও সাধারণ সম্পাদক সোহেল রানা এবং জেলা শ্রমিক দলসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল ভুঁইয়া (৬২) মৃত্যুবরণ করেন। মাত্র ২৫ দিনের ব্যবধানে সভাপতির মৃত্যুর পর সাধারণ সম্পাদকও মৃত্যুবরণ করেন।