প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৭:০২
কচুয়ায় আধুনিক শিক্ষা ও কারিগরি শিক্ষার বিষয়ে জেন-জেড কনফারেন্স

কচুয়ায় ই.আর.আই. -এর উদ্যোগে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও কারিগরি শিক্ষার বিষয়ে জেন-জেড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে কচুয়া উপজেলার ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন-জেড কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আই.-এর চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় তিনি বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে ও স্বপ্ন পূরণ প্রবাসী লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহীন পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীদের ফুল, ডায়েরি ও কলম দিয়ে বরণ করা হয়।
জেন-জেড কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. ইসমাইল হোসাইন, বিএমএ'র রেডিওলজি'র অ্যাসোসিয়েট প্রফেসর ডা. নজরুল ইসলাম, হেরিটেজ রিয়েল এস্টেট লি.-এর চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহ আল বাকী, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আবদুল মতিন পাটোয়ারীসহ আরো অনেকে।
এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন ।