প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৭:০৪
সাংবাদিক হত্যায় মানববন্ধন
সকল মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে নিতে হবে ---হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সাংবাদিক হত্যা কিংবা নির্যাতনের সকল মামলা দ্রুত বিচার আদালতে নিতে হবে। বিচার কার্য দ্রুত শেষ করতে হবে। ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারকে রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণ দিতে হবে। গাজীপুরে একদিনের ব্যবধানে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর হামলা ও আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে এসব দাবি তোলেন হাজীগঞ্জে কর্মরত জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।
|আরো খবর
শনিবার (৯ আগস্ট ২০২৫) বাদ জোহর ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদ গেটে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক নির্যাতনের সকল মামলা ও অভিযোগ দ্রুত বিচার ট্রাইবুনালো মাধ্যমে নিষ্পত্তি ও বিচারের দাবি জানানো হয়।
বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, প্রেসক্লাবের সদস্য গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও এটিএন নিউজের প্রতিনিধি আসাদ ভুঁইয়া।
সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় মানববন্ধনে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।