প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৯:৩৮
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
|আরো খবর
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে শ্রীনগর উপজেলা প্রেসক্লাব ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন—শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলাম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. তারিকুল ইসলাম মাহবুব, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমীন, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ জাকির লস্কর, সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ ও ফয়সাল হোসেন।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম বলেন, "সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"
বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. তারিকুল ইসলাম মাহবুব বলেন, "প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক। এটা সরকারের ও প্রশাসনের চরম দুর্বলতার বহিঃপ্রকাশ। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠিত না হলে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র—কোনোটিই টিকবে না।"
ডিসিকে/এমজেডএইচ