প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২:৪৬
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
‘যা-ই হতে চাও না কেন, সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে’

কয়েকদিন টানা বৃষ্টির পর শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে ঝলমলে রোদ উঠে সব শঙ্কা দূর করে দেয়। আকাশে কালো মেঘ দূর হয়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াতে থাকে। এর মধ্যেই বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুই শতাধিক কৃতী শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে। উৎসবমুখর পরিবেশে এক্স স্টুডেন্ট ফোরামের পৃষ্ঠপোষকতা ও আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের করা হয়েছে।
|আরো খবর
শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সঙ্গে অনুষ্ঠান প্রাঙ্গণে আসলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন, কৃতী ক্রিকেটার ৪ জন, কৃতী অ্যাথলেট ১ জন, মেধাবী শিক্ষার্থী ৪৫ জনসহ ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্রীয় শিক্ষক নেতা মাহবুবুর রহমান লিটন ও সভাপতিত্ব করেন এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি লায়ন এএইএম জহিরুল ইসলাম।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর এনায়েত উল্যা পাটোয়ারী এই আয়োজনকে মেধাবীদের উৎসব উল্লেখ করে বলেন, ‘তোমাদের কৃতজ্ঞ মানুষ হতে হবে। পরিবার, প্রতিবেশী, জন্মভূমি, দেশ ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হলে মহান মানুষ হতে পারবে।’
অতিথিদের মধ্যে ছিলেন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সাবেক ছাত্র ঢাকা পুলিশ বিভাগের ডিআইজি মাহমুদুর রহমান সেলিম, ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ হোসেন মঞ্জু, ফোরামের সাধারণ সম্পাদক দেশ রুপান্তরের বিজ্ঞাপন মহাব্যাবস্থাপক হারুনের রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ওসি নিজাম উদ্দিন ভুইয়া, সাবেক মেয়র এবিএম জিলানী, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজসেবক কামরুল আল মামুন ও রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাবারক হোসেন আজাদ, অভিভাবক জাবেদ হোসেন, কৃতী শিক্ষার্থী দিপ্ত দেবনাথ, ইয়াকুব সিনহা, তাজরিয়ান বিনতে বেলাল রাইসা ও শিহাব হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশে ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ হোসেন অভিজ্ঞতা ভাগ করে বলেন, ‘তোমরা কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, শিক্ষক, প্রধানমন্ত্রী, উদ্যোক্তা কিংবা খেলোয়াড় হতে চাও। যে যা–ই হতে চাও না কেন, সে তার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে। এতে তুমিও তোমার লক্ষ্যে বিজয়ী হতে পারবে। তবে সবার আগে মানুষ হতে হবে। “মানুষ হওয়া খুব জরুরি।’
ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী বলেন, ‘এখান থেকে যা শুনবে, তা ধারণ করবে, লালন করবে। আত্মপ্রত্যয় দৃঢ় হতে হবে। অহংকারী হওয়া চলবে না। আত্মমর্যাদাবোধ বাড়াতে হবে। মানুষ হতে হবে। তোমাদের লক্ষ্য ঠিক করতে হবে এবং লক্ষ্য অর্জন করতে হবে।’
কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে দিপ্ত দেবনাথ বলে, ‘সবাই পৃথিবীর পরিবর্তনে অংশ নিতে পারে না। পৃথিবীর পরিবর্তন হচ্ছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। এগিয়ে চিন্তা করতে হবে। তবেই আমরা পৃথিবীর পরিবর্তনে অংশ নিতে পারব।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেছে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা।