রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২:৩৩

সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক তুহিনের জন্যে সাংবাদিক সমিতির দোয়া

অনলাইন ডেস্ক
সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক তুহিনের জন্যে সাংবাদিক সমিতির দোয়া

সন্ত্রাসীদের হাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় হত্যার শিকার হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) বাদ জোহর শহরের নিউ ট্রাক রোড অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুরসহ সারাদেশে প্রয়াত ও নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব।

একই সাথে সাংবাদিক তুহিন পরিবার যাতে এই মৃত্যুর শোক সইবার জন্যে আল্লাহ ধৈর্য্যধারণ করার তৌফিক দান করেন সেজন্যে দোয়া করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল, একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আল-আমিন ভূঁইয়া, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম খান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ, সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব অলিউল্যাহ, সাংবাদিক আলামিন ও মো. বায়জিদ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধনে চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে অংশগ্রহণ করেন সমিতির নেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়