বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৩৩

শাহরাস্তি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও আলোচনা সভা
শাহরাস্তিতে যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শপথ বাক্য পাঠ করছেন অতিথিবৃন্দ।

'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শাহরাস্তিতে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামছুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি সকল যুবক-যুবতীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার যুব সমাজের উপর। তারা যদি সুশিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন হয়, তবে দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের যুব সমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি—বেকারত্ব, মাদক, প্রযুক্তির অপব্যবহার। কিন্তু এর পাশাপাশি রয়েছে বিশাল সম্ভাবনাও। তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাশার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা তুলসী রাণী, যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা আবুল বাশারসহ যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে যুবকদের মাঝে ঋণ বিতরণ ও সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়