বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:৫৬

সরকারি খালের উপর দোকান নির্মাণে পানি চলাচলে প্রতিবন্ধকতা

শাহতলী-মোল্লাবাজার সড়কের পাশে খাল দখল

নিজস্ব প্রতিনিধি
শাহতলী-মোল্লাবাজার সড়কের পাশে খাল দখল

ছবির ক্যাপশন : শাহতলী-মোল্লাবাজার সড়কের পাশে স্লুইচ গেট এলাকায় সরকারি খালের উপর দোকান নির্মাণ করে ব্যবসা করছে স্থানীয়রা।

চাঁদপুর সদর উপজেলার শাহতলী-মোল্লাবাজার সড়কের পাশে সরকারি খালের ওপর দোকান নির্মাণ করে খাল দখল করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মোল্লাবাজারের উত্তরে স্লুইচ গেট এলাকায় সড়কের পাশে সরকারি খালের ওপর দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। এরা ভিন্ন ভিন্ন দোকান তুলে ইট, বালু, সিমেন্ট দিয়ে ব্যবসায়িক অফিস ও চায়ের দোকান তৈরি করে সরকারি খালে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আওয়ামী লীগ সরকারের সময় থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমল পর্যন্ত সরকারি খালের ওপর দোকান নির্মাণ করে ব্যবসা করছে স্থানীয় কিছু প্রভাবশালী। এসব দোকান নির্মাণের কারণে খাল দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ফলে সময়মতো পর্যাপ্ত পানি জমিতে প্রবেশ করতে পারে না এবং ফসলের ক্ষতি হচ্ছে।

অপরদিকে সরকারি খালটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে। দখলদারদের দৌরাত্ম্যও বৃদ্ধি পাচ্ছে।

প্রভাবশালীরা হওয়ায় সচেতন মহল ভয়ে কিছু বলতে সাহস পায় না।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক’জন বলেন, সরকারি খালের ওপর দোকান নির্মাণের কারণে খালে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। অনেক সময় সঠিক সময়ে ফসল চাষাবাদে বিলম্ব হয়। এভাবে খালে দোকান নির্মাণ অব্যাহত থাকলে একদিন খালটি সরু হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়