প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:৩১
ওমানে নেওয়ার ভিসার কথিত পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বাহার হোসেন বাবু গাজী
ভিসার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হলো ফরিদগঞ্জের বাবু

ওমানে নেওয়ার ভিসার কথিত পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নির্মমভাবে প্রাণ হারান বাহার হোসেন বাবু গাজী। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে নিহতের পিতা রওশন আলী বাদী হয়ে মামলা করেন। চাচাতো ভাই শাকিল (২৪)কে প্রধান আসামি করে মোট ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।
|আরো খবর
ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহতের পিতা ও মামলার বাদী রওশন আলী চাঁদপুর জেনারেল হাসপাতালে এবং ভাই আরমান হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে।
জানা গেছে, চার বছর আগে আপন ভাতিজা বাবু গাজীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভিসা দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাঠান আপন চাচা হাসান গাজী। প্রায় এক মাস আগে বাবু গাজী কয়েক মাস আগে জন্ম নেওয়া একমাত্র পুত্র সন্তানকে দেখতে দেশে আসেন। এ সময় চাচা হাসান গাজী ওমানে নেওয়ার ভিসা প্রদানের জন্যে আরও ৫০ হাজার টাকা পাওনা দাবি করেন। এ নিয়ে কয়েক দফা সালিসও হয়।
সর্বশেষ গত রোববার (১০ আগস্ট ২০২৫) সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। ওই সময় একই বাড়ির নাসির গাজী মধ্যস্থতা করে ঝগড়া থামিয়ে দেন। কিন্তু সোমবার (১১ আগস্ট ২০২৫) মধ্যস্থতাকারী নাসির গাজীকে গালাগালি করার ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বিরোধ বাঁধে।
এ সময় রওশন গাজী, তার ছেলে বাবু গাজী ও আরমান গাজীর সাথে রওশন গাজীর ভাই হাসান গাজী, তার ছেলে শাকিল গাজী, রাকিব গাজী ও পুত্রবধূ মিম আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসান গাজী তার ভাই রওশন গাজীকে মাথায় আঘাত করলে তার দুই ছেলে বাবু ও আরমান বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন শাকিল গাজী ছুরি দিয়ে বাবুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে আরমান গাজীকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা দ্রুত বাবুর পিতা রওশন আলী ও ভাই আরমানকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে কর্মরত চিকিৎসক আরমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরদিন মঙ্গলবার নিহতের পিতা রওশন আলী বাদী হয়ে শাকিল (২৪)কে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তারিখ ১২.০৮.২৫) দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, “নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।” নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ