বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৪১

শ্রীমঙ্গলে মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগান এলাকার মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এ ঘটনায় রহমত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রহমত আলী উপজেলার রাধানগর গ্রামের আজমল আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট ২০২৫) ভোর রাতে জেরিন চা বাগানের ১ নম্বর লাইনস্থ সার্বজনীন দুর্গা মন্দিরে চুরি সংঘটিত হয়। এ সময় চোর মন্দিরের ভেতর থেকে প্রতিমার কাপড়, ককশিটের তৈরি কিছু জিনিসপত্র ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়। ঘটনার অভিযোগ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে মন্দিরের মালামাল উদ্ধার করে এবং রহমত আলীকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়