প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৬:২৬
কহলথুড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

কচুয়ার কড়ইয়া ইউনিয়নের কহলথুড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশ ও এলাকার বিভিন্ন সড়কের দুপাশ সবুজের সমারোহ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
|আরো খবর
সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন মজুমদার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা হাজী রুহুল আমিন, হাফিজুর রহমান, সহ-সভাপতি ছফিউল্লাহ, ডা. শামিম মজুমদার, মো. জাকির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল রিপন, দপ্তর সম্পাদক আরমান হোসেন, সহ-দপ্তর সম্পাদক রিপন মজুমদার শান্ত, সদস্য গিয়াস উদ্দিন সাগর, আরমান হোসেন ও রিমন হোসেনসহ সমাজের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।