প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৩০
শাহরাস্তির নবাগত ইউএনওকে ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের ফুলেল শুভেচ্ছা
অনলাইন ডেস্ক

শাহরাস্তি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার (১১ আগস্ট ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁকে শাহরাস্তি উপজেলায় স্বাগত জানিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের সভাপতি মো. আনিসুর রহমান, সহ-সভাপতি মো. রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আল আমিন এবং শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন।