রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭:১৬

অ্যাড. এটিএম মোস্তফা কামাল ও অ্যাড. জাহাঙ্গীর খানের সুস্থতা কামনায় মিলাদ

স্টাফ রিপোটার।।
অ্যাড. এটিএম মোস্তফা কামাল ও অ্যাড. জাহাঙ্গীর খানের সুস্থতা কামনায়  মিলাদ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল ও অ্যাড. জাহাঙ্গীর খানের সুস্থতার জন্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে রোববার (১০ আগষ্ট ২০২৫) বাদ জোহর সমিতির মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রফিকুল ইসলাম। দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দীন মেহেদী হাসান, সিনিয়র আইনজীবী অ্যাড.সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. প্রফেসর সিরাজুল ইসলাম, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. নুরুল আমিন দেওয়ান, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. আক্তার হোসেন সরকার অ্যাড. আক্তার সরকার সহ আইনজীবীরা।

অ্যাড. এটিএম মোস্তফা কামাল ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অ্যাড. জাহাঙ্গীর খান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়