রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭:০৭

নানার মোটরসাইকেল চালাতে গিয়ে নাতির মৃত্যু

কবির হোসেন মিজি॥
নানার মোটরসাইকেল চালাতে গিয়ে নাতির মৃত্যু

বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল হোসেন শিশির (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের সদর উপজেলার ময়দান খোলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ৩নং কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের দিঘিরপাড় এলাকার নজরুল ইসলাম স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে রুবেল লালদিয়া এলাকা থেকে বাবুরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাব বোঝাই ভ্যানগাড়ির সাথে ধাক্কা খায়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মস্তিষ্ক বের হয়ে যায়। দীর্ঘ সময় রাস্তার পাশে পড়ে থাকলেও স্থানীয়রা তাকে হাসপাতালে নিতে সাহস পাননি। পরে এক সিএনজি অটোরিকশা চালক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, রুবেলকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে আহাজারি শুরু করেন।

চাঁদপুর মডেল থানার এসআই মহসিন হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, রুবেল সম্প্রতি বাবুরহাট স্কুল থেকে এসএসসি পাস করেছে। ঘটনার দিন বিকেলে নানার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়