প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭:০৪
ফরিদগঞ্জে দেশীয় চাইনিজ কুড়ালসহ দু কিশোর গ্যাং সদস্য আটক

দেশীয় তৈরি চাইনিজ কুড়াল নিয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে ফরিদগঞ্জ থানা পুলিশ দু কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। এ সময় অভিযুক্ত অপর একজন পালিয়ে যায়।
|আরো খবর
আটককৃতরা হলো : আল আমিন তালুকদার সোহান (১৪) ও হাসিব তালুকদার (১৫)। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে গত ৮ আগস্ট (শুক্রবার) ও ৯ আগস্ট (শনিবার) দু দফা পৌর এলাকার বড়ালি গ্রামের টেলা তালুকদারের ছেলে আল আমিন তালুকদার সোহান (১৪) ও হাবিব উল্যাহ তালুকদারে ছেলে হাসিব তালুকদার (১৫)সহ আরো একজন একই গ্রামের আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাংচুর করে।
এ ব্যাপারে মামলার বাদী আনোয়ার হোসেন জানান, এই কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় উৎপাত করলে তার বাবা তাদের এসব কর্মকাণ্ড করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ৮ আগস্ট তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনায় স্থানীয়ভাবে সালিস হলেও তারা তা অমান্য করে পুনরায় পরদিন ৯ আগস্ট শনিবার আমাদের দোকানে দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে হামলা ও ভাংচুর করে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে রাতেই তারা তাদের দুজনকে আটক করে।
অভিযুক্ত দু কিশোর গ্যাং সদস্য জানায়, তারা ঢাকা থেকে এই দেশীয় চাইনিজ কুড়াল সংগ্রহ করেছে। ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, দু কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামল দায়েরের পর রোববার (১০ আগস্ট ২০২৫) দুুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।