শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১২:২৯

হাজীগঞ্জে ২ দিনে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক ১৯

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ২ দিনে  কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে  আটক ১৯

হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ দিনে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটককৃত কিশোর গ্যাংয়ের ক'জন সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনগত রাতে হাজীগঞ্জ উপজেলাসহ পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ রেল স্টেশনসহ তৎসংলগ্ন এলাকাতে অভিযান চালিয়ে ৯জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে। এর মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে। এর আগে গত মঙ্গলবার রাতে ১০ কিশোর গ্যাংকে আটক করে হাজীগঞ্জ পুলিশ।

২ দিনের অভিযানে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।

তিনি আরো জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়