মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২০:৩২

হাজীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে যুবকের লাশ  উদ্ধার

হাজীগঞ্জে গলায় ফাঁস দেয়া মো. শাহআলম (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়ির একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ বাড়ির মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে ওই বাড়ির সেলিম চৌধুরীর পরিত্যক্ত ভবনের জানালার গ্রীলের সাথে শাহআলমের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে হাজীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা ও উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহআলমের মরদেহের পাশ থেকে কিছু নেশাজাতীয় বস্তু জব্দ করা হয়। একই সময়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন এবং মারা যাওয়া যুবকের পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় ও এলাকাবাসীর সাথে কথা বলেন পুলিশ কর্মকর্তাগণ। মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারেনি। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা জানতে পুলিশি তদন্ত চলছে।

বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল বলেন, খবর পেয়ে আমি ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন পুলিশের সাথে ঘটনাস্থলে এসে দেখেছি, পরিত্যক্ত ভবনের দক্ষিণ পাশে ফাঁস দেওয়া অবস্থায় শাহআলমের মরদেহ ঝুলে আছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া আমাদের তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়