প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২০:৩০
হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর সাহিত্য পরিষদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ বাস্তবায়নের ধারাবাহিকতায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষক মো. শওকত হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় দুটি বিভাগে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ক-বিভাগে নুসরাত জাহান মীম (ষষ্ঠ শ্রেণি) প্রথম, আমানি আক্তার (সপ্তম শ্রেণি) দ্বিতীয়, ইমাম হোসাইন (সপ্তম শ্রেণি) তৃতীয় এবং খ-বিভাগে সুরমা আক্তার (দশম শ্রেণি) প্রথম, মারজানা রহমান মীম (নবম শ্রেণি) দ্বিতীয়, ইসরাত জাহান (নবম শ্রেণি) তৃতীয় হন।
একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশে চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত ও দপ্তর সম্পাদক পলাশ কুমার দে'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শিক্ষণীয় বই উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার, মাও. মো. আবু নাছের, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হাছান আহমেদ ও সহকারী শিক্ষক রেহানা আক্তার, রোকসানা আক্তার, লিটন মজুমদার, অপু চন্দ্র রায়সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।