শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:৪৮

চাঁদপুর পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে জেলা সভাপতির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে দলের প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেলে শহরের মুনিরা ভবনে এই সভা শুরু হয়ে রাত প্রায় দশটা পর্যন্ত চলে পর্যায়ক্রমে এ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুন অর রশিদসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমে ১নং ওয়ার্ড বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে শেখ ফরিদ আহমেদ মানিক বৈঠক করেন বলে জানা যায়।

সভায় প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপি নেতা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সুপার ফাইভ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার টু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, এ জেলার সংসদীয় আসনগুলোর মোট ভোটারের আনুপাতিক হারে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়নের টার্গেট নিয়ে মাঠে নেমেছে চাঁদপুর জেলা বিএনপি। প্রথম ধাপে দীর্ঘ ১৬ বছরের পরীক্ষিত পুরোনো সদস্যদের পদ নবায়ন হচ্ছে। নবায়ন কাজের সাথে সাথে নতুন সদস্য সংগ্রহের অভিযান জোরদারভাবে চলছে। লক্ষ্য সামনের জাতীয় নির্বাচন। সেখানে অগ্রাধিকার পাবে তরুণ প্রজন্ম। আগামী ১৫ থেকে এক মাসের মধ্যে চাঁদপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টার্গেট অনুযায়ী শতভাগ সফল করার জন্যে ওয়ার্ড নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছে জেলা নেতৃবৃন্দ। দলটির একাধিক নেতা আলাপকালে জানিয়েছেন এসব কথা। নতুন ও নবায়নের জন্য মাসিক চাঁদার পরিমাণ ২০ টাকা। সদস্যপদ নবায়নের পর নেতা-কর্মীদের ডেটাবেজ তৈরি হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সদস্যপদ নবায়ন একটি সাংগঠনিক কাজ। দীর্ঘ ১৬ বছর নেতা-কর্মীরা মামলা-হামলায় জর্জরিত ছিলেন। বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাদের সদস্যপদ নবায়ন এবং যারা স্বেচ্ছায় বিএনপির সদস্য হতে ইচ্ছুক তাদের সদস্য করা হচ্ছে। এতে নেতা-কর্মীরাও নতুনভাবে উজ্জীবিত হবে। আর নতুন সদস্যদের মধ্যে বৃহৎ অংশ থাকবে তরুণ প্রজন্ম বলে আমরা আশা করছি। কেননা বর্তমান তরুণ প্রজন্মের পছন্দের দল হলো বিএনপি। তারা দলটিকে ভালোবেসে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়