প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:০২
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর ইন্তেকাল

বৃহত্তর মতলবে সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী (৫৭) ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ ঢাকাস্থ্য শাহজাহানপুর ঝিল মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে মরহুমের স্মরণে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ও মরহুমের ছেলে মোঃ হাসান। পরে তাঁকে শাজাহানপুর গণ কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুমের জানাজার নামাজে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সারোয়ার ওয়াদুদ চৌধুরী, মতলব সরকারি ডিগ্রী কলেজ অ্যামনাইন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আবুল বাশার পাটোয়ারী, সাধারণ সম্পাদক এসএম সেলিম, মতলবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লেলিন, হাসান ইমাম, মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান ইমাম, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি মনির হোসেন বেপারী, মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমির খসরু প্রধানিয়া, সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিমসহ বৃহত্তর মতলবের অনেক ব্যক্তিত্ব এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মরহুম আবুল কাশেম পাটোয়ারী মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের পাটোয়ারি বাড়ির কৃতি সন্তান মিন্নাত আলী পাটোয়ারীর মেজ ছেলে। ৯০ দশকে মতলব ডিগ্রী কলেজে পড়ালেখা অবস্থাতেই সাংবাদিকতার পেশায় নিজেকে নিয়োজিত করেন। জাতীয় দৈনিক, আঞ্চলিক ও সাহিত্য সাময়িক পত্রিকায় তিনি কাজ করেছেন অনেক বছর ধরে। ওনার আন্তরিক প্রচেষ্টায় তৎকালীন সময়ে বৃহত্তর মতলবে প্রতিষ্ঠিত হয় মতলব প্রেসক্লাব। গুনি এই সাংবাদিকের হাত ধরেই বৃহত্তর মতলবে জন্ম নিয়েছে অনেক সাংবাদিকের।
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মতলব প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।