শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৪

আলোকিত মতলবের ৪র্থ বর্ষপূর্তি

সমাজকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত রাখতে : ইউএনও গাজী শরিফুল হাসান

মাহবুব আলম লাভলু
সমাজকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত রাখতে : ইউএনও গাজী শরিফুল হাসান

আলোকিত মতলবের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও এতিমদের মাঝে পোষাক বিতরণ করা হয়।

১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে আলোকিত মতলবের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মতলবের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, আলোকিত মতলবের উপদেষ্টা ডাঃ মকবুল হোসেন মুকুল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলোকিত মতলবের সাধারণ সম্পাদক সোহাগ মৃধা, যুগ্ম সম্পাদক কালাম সরকার, মুদাচ্ছের আহমেদ, সংগঠনের কার্যকরী সদস্য গাউস আহমেদ, মনসুর আহমেদ, সাজিদ হাসান, বায়জীদ শাহ, মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভার পর ৭টি এতিমখানার ২৫জন এতিমদের মাঝে পোষাক ও ১ জনের মাঝে বোরখা বিতরণ করা হয়। এ সময় অনলাইন কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ও সক্রিয় ৫ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে আলোকিত মতলবের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী শরিফুল হাসান বলেন, আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন। সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত রাখতে, সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে এবং দরিদ্র, মেধাবী ও এতিমদের পাশে দাঁড়াতে এ ধরনের আরো সংগঠন সক্রিয় থাকলে সমাজ থেকে অনেক সমস্যাই দূর হয়ে যাবে বলে আমি বিশ^াস করি। আর আমাদের মনে রাখতে হবে নিজেদের সমাজকে ভালো রাখতে আমাদের নিজেদেরই দায়িত্বশীল হতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়