রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৫:১৪

৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না খুনের মামলার আসামির, র‌্যাবের হাতে আটক

৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না খুনের মামলার আসামির, র‌্যাবের হাতে আটক
মৌলভীবাজার প্রতিনিধি

৩৫ বছর আগের একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আক্কাছ আলীকে র‌্যাব-৯-এর একটি টিম গ্রেপ্তার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজারের একটি অভিযানিক দল রাজনগর থানার মুন্সীবাজার ইউনিয়নের চানবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় জিআর নং-৪৯/৯৩, কুলাউড়া থানার মামলা নং-০১, তারিখ ০৪/০৬/১৯৯৩, ধারা ৩০৪(১) পেনাল অনুযায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আক্কাছ আলী (৬০) কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের আপ্তাব আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়