শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৬:২০

কুমিল্লা উনাইসার রাধামাধব মন্দিরে জন্মাষ্টমী ও নন্দ মহোৎসব আজ থেকে শুরু

কুমিল্লা উনাইসার রাধামাধব মন্দিরে জন্মাষ্টমী ও নন্দ মহোৎসব আজ থেকে শুরু
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা

আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) হতে রোববার (১৭ আগস্ট) ৩দিনব্যাপী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডস্থিত উনাইসার হিন্দু পাড়াস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে শুরু হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী ও নন্দ মহোৎসব।

তদুপলক্ষে প্রথম দিন (শুক্রবার) বিকেল ৫টা হতে যথাক্রমে কীর্তন মেলা, সন্ধ্যারতি শেষে শুভ অধিবাস ও ভাগবতীয় আলোচনা এবং দ্বিতীয় দিন শনিবার (১৬ আগস্ট) ভোরবেলা মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরুপূজা শেষে ভগবান শ্রী নৃসিংহ দেবের যজ্ঞানুষ্ঠান শুভারম্ভ। এরপর বিকেল ৩টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী তুলসী আরতি, গৌর আরতি ও নৃ-সিংহ আরতি শেষে মহা অভিষেক অন্তে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং তৃতীয় দিন রোববার (১৭ আগস্ট) ভোর হতে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরুপূজা, হরিনাম সহযোগে নগর পরিক্রমা, ভোগ আরতি কীর্তন, ভাগবতীয় আলোচনা শেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানসূচির।

ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়