শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫১

খালেদা জিয়ার জন্মদিনে শাহরাস্তিতে ফুটবল ম্যাচ ও দোয়া

মো. ফয়সাল আহমদ।।
খালেদা জিয়ার জন্মদিনে শাহরাস্তিতে ফুটবল ম্যাচ ও দোয়া
খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহরাস্তিতে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ এবং দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। খেলায় ২-১ গোলে জয়লাভ করে স্বেচ্ছাসেবক দল।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জাবেদ আনসারি রবিন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর নবী দিপু, সাধারণ সম্পাদক রাকিব হাসান।

এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়